কিভাবে মাসের শেষে টাকার সমস্যা থেকে মুক্তি মিলবে? Money Crisis Solve -Takapoyanews - TAKAPOYSANEWS (2024)

by Sourav Chowdhury

কিভাবে মাসের শেষে টাকার সমস্যা থেকে মুক্তি মিলবে? Money Crisis Solve -Takapoyanews - TAKAPOYSANEWS (1)

Money Crisis Help । টাকার সমস্যা থেকে মুক্তির উপায় :

বন্ধুরা আপনারা কি চাকুরীজীবী?

হেডলাইনস

প্রতি মাসে মাইনে পান?

মাসের শুরুর দিন গুলো কাটান রাজার মত।কিন্তু মাসের শেষ আসতে না আসতেই কঞ্জুসে পরিণত হন?

ধার করতে হয় ?

জমানো সেভিংস ভেঙে ফেলেন?

তাহলে আজকের এই ব্লগটি আপনার জন্যই । আসুন দেখে নিই কি কি সমস্যা আছে আর এর সমাধানই বা কি?

Money Crisis Cycle

বন্ধুরা এই সমস্যাগুলো ধীরে আমাদেরকে আকড়ে ধরে।আমরা যারা চাকরি করি একটা নিদির্ষ্ট দিনে মাইনে পাই।তার আগে থেকেই আমাদের টাকা খরচ হয়ে কোথায় কোথায় যাবে তা ঠিক হয়ে যায়।যেমন মাসিক বাড়িভাড়া বা হাউস লোনের কিস্তি।মুদি, কারেন্ট,জল, দুধ ,ধার দেনা। স্বাভাবিক ভাবেই এইসব টাকা মেটাতে গিয়ে হাত খালি হয়ে যায়।বাকি যা অবশিষ্ট থাকে তা দিয়ে চলে কিছুদিন। ২০/২৫ তারিখ নাগাদ টাকা শেষ।আবার ধার শুরু।একই রুটিন প্রতি মাসে।

বন্ধুরা ইন্টারনেটের সহযোগিতায় আপনারা হয়তো ৫০:৩০:২০ রুল সম্পর্কে জেনেছেন।আজ আসুন আমি আপনাদের আরেকবার বুঝিয়ে দিই।

💰৫০:৩০:২০ রুল (50:30:20 Rule of Money)

50% আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য:

টাকা খরচের একটা জনপ্রিয় পদ্ধতি এই ৫০:৩০:২০ রুল। যার ৫০% টাকা আমাদের বেসিক খরচের জন্য রাখতে হবে। অর্থাৎ যে টাকা আয় করবেন তার থেকে 50% টাকা দিয়েই সংসার চালাতে হবে ।যেগুলো না হলে আপনার মাস চলবে না সেগুলো এর মধ্যে আসবে।এই ৫০% অর্থাৎ মাইনের অর্ধেক দিয়ে সংসার চালাবেন।

যেমন আপনার-

১.চাল, ডাল,তেল, নুণ সব মুদিখানার জিনিস।

২. কারেন্টের বিল।

৩.দুধ,

৪. জল,

৫.বাড়ি ভাড়া.

৬.লোন.

৭.ওষুধ

৮.স্কুল ফিস।

৯.টিউশন

ইত্যাদি।

30% আপনার চাহিদা সখ ইচ্ছা:

এই 30% টাকা আপনার ইচ্ছা শখ এগুলো পূরণ করতে পারেন।যেমন টিভি,ফোন,জমা কাপড়, হোটেল রেস্তোরার বিল,দামী মোবাইল,গাড়ি বাড়ি অর্থাৎ আপনার সখ পূরণ করুন 30% টাকা দিয়ে।মনে রাখবেন আপনার মাইনের ৩০% টাকাই খরচ করবেন।তার বেশি কখনোই নয়।যদি দরকার হয় পরের মাসে এই টাকাটা দিয়ে আপনি আপনার বড় শখ পূরণ করবেন।

20% আপনার সঞ্চয় ও বিনিয়োগ:

এই 20% টাকা হবে আপনার সঞ্চয় ও বিনিয়োগ করার জন্য। এটাই আপনাকে চালিয়ে নিতে যেতে হবে নিরন্তর।

এখানে যেভাবে বলা হলো সেভাবেই করতে হবে।তবে একটি কাজ আগে করবেন সেটি হলো আপনাকে আগেই হিসাব করে নিতে হবে।সেই টাকাটা টাকা ব্যাংক অ্যাকাউন্ট এ ঢোকার পরপর ই করতে হবে।আপনার এই টাকাটা বাধ্যতামূলক ভাবে সেভিংস করতে হবে।এর ভেতরেই থাকবে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, শেয়ার মার্কেটে বিনিয়োগ,জীবন বীমা ।

  • 🧐 আপনার মাইনে ২০,০০০ টাকা হলে ১০,০০০ টাকায় সংসার চালাবেন।
  • ৬০০০ টাকায় আপনার শখ পূরণ করবেন।
  • বাকি ৪০০০টাকা আপনাকে বাধ্যতামূলক ভাবে সঞ্চয় ও বিনিয়োগ করতে হবে।

বন্ধুরা আপনারা যদি এই রুলটি ঠিকঠাক ফলো করতে পারেন।আর আপনাদের হিসাবের বাইরে গিয়ে খরচ না করেন তাহলে খুব সহজেই ২/৩ মাসের ভিতরেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।আপনার দুশ্চিন্তা দুর হবে।আর আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে।

People Also Read

৫০:৩০:২০ রুল কি?

বেতনের ৫০% দিয়ে সংসার খরচ
৩০% টাকা আপনার সখ আহ্লাদ পূরণের জন্য।
বাকি ২০% আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ। এই পদ্ধতির নাম ৫০:৩০:২০ রুল ।

মাসের শেষে টাকার সমস্যা থেকে মুক্তির উপায় কি?

যদি আপনি চাকরিজীবী হন তবে 50:30:20 রুল আপনার সমস্যা সমাধানের একটা বিশেষ উপায় হতে পারে।
বেতনের ৫০% দিয়ে সংসার খরচ৩০% টাকা আপনার সখ আহ্লাদ পূরণের জন্য।বাকি ২০% আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ। এই পদ্ধতির নাম ৫০:৩০:২০ রুল ।

Money Crisis Meaning

When people is suffring from money management and he ends his month with no money in his hand or negative income or loans.
In this situation people struggle very much.

What is Money Crisis Cycle ?

বন্ধুরা এই সমস্যাগুলো ধীরে আমাদেরকে আকড়ে ধরে।আমরা যারা চাকরি করি একটা নিদির্ষ্ট দিনে মাইনে পাই।তার আগে থেকেই আমাদের টাকা খরচ হয়ে কোথায় কোথায় যাবে তা ঠিক হয়ে যায়।যেমন মাসিক বাড়িভাড়া বা হাউস লোনের কিস্তি।মুদি, কারেন্ট,জল, দুধ ,ধার দেনা। স্বাভাবিক ভাবেই এইসব টাকা মেটাতে গিয়ে হাত খালি হয়ে যায়।বাকি যা অবশিষ্ট থাকে তা দিয়ে চলে কিছুদিন। ২০/২৫ তারিখ নাগাদ টাকা শেষ।আবার ধার শুরু।একই রুটিন প্রতি মাসে।

আয়ের ৫০% কোথায় খরচ করবেন?

যে টাকা আয় করবেন তার থেকে 50% টাকা দিয়েই সংসার চালাতে হবে ।যেগুলো না হলে আপনার মাস চলবে না সেগুলো এর মধ্যে আসবে।এই ৫০% অর্থাৎ মাইনের অর্ধেক দিয়ে সংসার চালাবেন।
যেমন আপনার-১.চাল, ডাল,তেল, নুণ সব মুদিখানার জিনিস।
২. কারেন্টের বিল।
৩.দুধ,
৪. জল,
৫.বাড়ি ভাড়া.
৬.লোন.
৭.ওষুধ
৮.স্কুল ফিস।

৯.টিউশনইত্যাদি।

আয়ের ৩০% কিভাবে খরচ করবেন?

30% আপনার চাহিদা সখ ইচ্ছা:এই 30% টাকা আপনার ইচ্ছা শখ এগুলো পূরণ করতে পারেন।যেমন টিভি,ফোন,জমা কাপড়, হোটেল রেস্তোরার বিল,দামী মোবাইল,গাড়ি বাড়ি অর্থাৎ আপনার সখ পূরণ করুন 30% টাকা দিয়ে।মনে রাখবেন আপনার মাইনের ৩০% টাকাই খরচ করবেন।তার বেশি কখনোই নয়।যদি দরকার হয় পরের মাসে এই টাকাটা দিয়ে আপনি আপনার বড় শখ পূরণ করবেন।

আয়ের ২০% টাকা কোথায় খরচ করবেন?

20% আপনার সঞ্চয় ও বিনিয়োগ:।এই 20% টাকা হবে আপনার সঞ্চয় ও বিনিয়োগ করার জন্য। এটাই আপনাকে চালিয়ে নিতে যেতে হবে নিরন্ত

র।

Rate this post

কিভাবে মাসের শেষে টাকার সমস্যা থেকে মুক্তি মিলবে? Money Crisis Solve -Takapoyanews - TAKAPOYSANEWS (2)

Sourav Chowdhury

I am Sourav Chowdhury, Professional Finance Expart for last 5 years.I write for Takapoysanews.com on Finance, Insurance, Loan, Investment, Bank interest,Bank Schemes, Post Office Schemes and Govt. Schemes.To achieve Financial Freedom Stay with Takapoysanews.

takapoysanews.com

কিভাবে মাসের শেষে টাকার সমস্যা থেকে মুক্তি মিলবে? Money Crisis Solve -Takapoyanews - TAKAPOYSANEWS (2024)
Top Articles
Latest Posts
Article information

Author: Aracelis Kilback

Last Updated:

Views: 5761

Rating: 4.3 / 5 (64 voted)

Reviews: 95% of readers found this page helpful

Author information

Name: Aracelis Kilback

Birthday: 1994-11-22

Address: Apt. 895 30151 Green Plain, Lake Mariela, RI 98141

Phone: +5992291857476

Job: Legal Officer

Hobby: LARPing, role-playing games, Slacklining, Reading, Inline skating, Brazilian jiu-jitsu, Dance

Introduction: My name is Aracelis Kilback, I am a nice, gentle, agreeable, joyous, attractive, combative, gifted person who loves writing and wants to share my knowledge and understanding with you.